কি দিয়ে
তোফায়েল আহমেদ টুটুল


গল্প লেখা যায় মনের মাধুরী দিয়ে,
কবিতা লিখতে পারি আবেগ নিয়ে,
কাব্য রচনা হয় শব্দ ভাষার সমন্বয়ে,
উপন্যাস রচিতে পারি ভালবাসা পেয়ে,
আমার প্রেয়সীকে বুঝাবো কি দিয়ে?


বাসর সাজানো যায় রঙিন তাজা ফুলে,
স্বপ্ন রাঙানো যায় রঙধনুর রঙ তোলে,
আশাকে বাঁচিয়ে রাখা যায় মিথ্যে ছলে,
সুখের সন্ধান করা যায় বেদনাকে ভুলে,
কান্না লুকাবো কি দিয়ে চোখের জলে?


বিশ্বাস করা যায় ক্ষত বিক্ষত হৃদয় থেকে,
ক্ষমা করা যায় ভুলে অনুশোচিত যে তাকে,
অধিকার দেয়া যায় কর্তব্যে পালনে দৃঢ়কে,
অন্তরে গেঁথে রাখা যায় প্রেমের অস্থিত্বকে,
কি দিয়ে শোধরে নিব ছলনাময়ী পাষাণীকে?