কিছু মানুষ ধুমকেতুর মতো কেন হয়
দীর্ঘদিন পর পর হটাৎ করে জীবনে আসে
আবার হটাৎ করে কোথায় যেন হারিয়ে যায়
শুধু তাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা রেখে যায়


কিছু মানুষ চাঁদের মতো জীবনে আসে
আস্তে আস্তে পূর্ণিমার মতো আলোকিত হয়
মনে হাহাকার রেখে অমাবশ্যার মত হারায়
কিন্তু তারপরেও একটা লোভ দেখিয়ে চলে যায়।


কিছু মানুষ ফুলের মত ফোটে জীবনে উঠে
সুভাষে আকুল করে আসক্ত করে তোলে
নরন কোমল পাপড়ির মতো সুখের পরশ বুলায়
কিন্তু অজান্তেই কিছু না বলে শুধুৃ শুধু ঝড়ে যায়


কিছু মানুষ আসে রাতের আধার হয়ে
জীবনটা অন্ধকার করে দিয়ে চলে যায়
দিনের আলোতে যাকে খুজে পাওয়া দায়
তবুও প্রতিদিন তার অপেক্ষা দিন কেটে যায়


কিছু মানুষ আসে দিনের ফুটফুটে আলো হয়ে
ছায়ার মতো পাশাপাশি জীবনের পথ চলতে
যাকে না যায় ধরা আবার না যায় কভু ছোঁয়া  
তবে তাকে পাওয়ার জন্য মন আত্মহারা হয়ে থাকে।


কিছু মানুষ বাতাসের মতো শরীরে মিশতে চায়
তাকে শুধু অনুভব করা যায় আপন অস্থিত্বের মাঝে
কখনো কাউকে বুঝানোর কোন উপায় থাকেনা
কিন্তু যখন চলে যায় নি:শ্বাস বন্ধ হয়ে যায় তার জন্য


আবার কিছু মানুষ আসে ভালোবাসা নিয়ে
শুধু দিয়ে যায় বেঁচে থাকার স্বপ্ন আশার দোলা
যা জীবনকে হাসি আনন্দে মুখোরিত করে তোলে
কিন্তু চলে গিয়ে হৃদয়ে দিয়ে যায় শুধু আগুনের শিখা।