কি অপরুপ সাজে বাংলার প্রকৃতি
চন্দ্র সূর্যের কিরণে আলোক জ্যোতি
প্রাকৃতিক সম্পদ গ্যাস কয়লা খনি
জীবনানন্দের রুপসী বাংলা জননী


আঁচল বিছানো সবুজ শ্যামল মাঠে
সুনিবিড় শান্তির পরশ পথে ঘাটে
আত্মায় সম্পর্ক বাঁধা আত্মীয় স্বজন
পল্লী বাংলা জসীমউদ্দীনের আপন


ফসলের ক্ষেত যেন সোনা ছড়ানো
ধান কাউন সোনালী আঁশ ফলানো
আম কাঁঠাল ঘ্রাণে ভরে উঠে প্রাণ
রবীন্দ্রনাথের সোনার বাংলা জয়গান


স্বাধীন দেশে স্বাধীন ভাষা মিষ্টি মধুর
গর্জে উঠে বীর বাঙ্গালী বিজয়ের সুর
অন্যায় শোষনে কপাটে ভাঙ্গল শিকল
বিশ্ববুকে স্বাধীন বাংলা কবি নজরুল