অসাধারণ প্রতিভার অনবদ্য সৃষ্টি,
অপূর্ব কাব্যরসে অমৃত সুদা মিষ্টি,
সমাজ সভ্যতায় সত্য ন্যায়ের বৃষ্টি,
বাঁধা বিঘ্ন রুখবে কবিদের শুভ দৃষ্টি।


সুখের কথা দুঃখের বাক্যে অমিয় বাণী,
অন্যায় অত্যাচারে বিদ্রোহী কলমখানি,
শোষণ আর নির্যাতনের দিতে ইতি টানি,
কবির তপস্যা শুধু সন্ধানে জ্ঞানের খনি।


প্রেমের গজল রচে জীবনে পরম শান্তি,
বিবেক জাগ্রত বোধে ঘুচাতে ভুল ভ্রান্তি,
মানবতার আর্তনাদে মানুষের অশান্তি,
মুক্তির সঠিক পথে শীতলতায় ক্লান্তি।


কবির দুর্জয় চলা ভেদ করে দুর্গম গিরি,
শব্দ বাক্য ছন্দে বাজিয়ে প্রাণের সঞ্চারি,
রণাঙ্গনে সাহসীবীর দন্ডায়মান অস্ত্র ধরি,
ঘুমন্ত মানুষ জাগবে কবির কবিতা পড়ি।


পথভ্রষ্ট অন্ধকার জগতে সত্যের সন্ধানে,
অন্যায় অত্যাচার নির্যাতন শোষণ দমনে,
শৃঙ্খলিত মানবতা খুঁজে মুক্তির কল্যাণে,
প্রেম প্রীতির সমন্বয় সাধন মানব জীবনে।