আমি বিপ্লবী বিদ্রোহী
         কলম ধরেছি শক্ত হাতে
অন্যায় অত্যাচার শোষণ
            নির্যাতন রুখে দাঁড়াতে।


প্রতিবাদী ভাষা আমার
            কলমের কালি গর্জে উঠে
লেখার চাকুর তীক্ষ্ণ ধারে
               শৃঙ্খলতার সুঁতো  কেটে।


মগজে আমার ট্যাঙ্ক বসানো
           রক্ত গরম শিরা উপশিরায়,
অন্তরে আমার কঠিন পণ
         বাঁধা বিঘ্নে কে আর আটকায়।


সত্য ন্যায়ের পথিক আমি
                    পদচিহ্নের অঙ্কন রেখা
লঙ্গিত অধিকারে বঞ্চিত মানুষ
                    পাবে জানি মুক্তির দেখা।


শক্তিশালী চিন্তাধারা বুকে
                সাহসী লেখক অকুতোভয়ে
জ্বালিয়ে দিতে আগ্নেয়গিরী
                 ঘুমন্ত জনতার নিদ ভাঙ্গিয়ে।


বর্বর হায়েনা হিংস্র দানব
              দুশমন যত সর্বস্তরের পিচাশ,
সাবধানে থাকিস সকলে তোরা
            প্রতিবাদে করব জীবনের নাশ।