কবির মেলা
তোফায়েল আহমেদ টুটুল


পাইনি নজরুল রবি ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর,
কবিতার আসরে পেলাম কবিদের শিকড়।
খলিলুর রহমান, শেখর ঘোষ, সঞ্জয় কর্মকার,
গোলাম রহমান, রণজিৎ মাইতি কবি শ্রদ্ধার।
তমাল ব্যানার্জি, পারমিতা অনুরাধা, খসা হক,
মধু মঙ্গল সিনহা, গোপাল চন্দের মত লেখক।


আনোয়ার সাদাত, রীণা বিশ্বাস ছবি আসরে,
ডঃ প্রদীপ কুমার রায় ডঃ শাহানারা মশিউরে।
মনোজ ভৌমিক, হরিশ বর্মণ, লক্ষণ ভাণ্ডারী,
সুমিত্র দত্ত রায়, কালকেতু, ডঃ প্রীতিশ চৌধুরী।
আশুতোষ দালাল, তীর্থের কাক, পিকে বিক্রম,
অনীক মুজমদার, সানারুল মোমিন, রক্তিম।


রোকন আহমেদ, অজিত কুমার, আর্যতীর্থ,
কবির হুমায়ন, ডলি পারভিন আসরে যথার্থ।
যাদব চৌধুরী, সৌমাদ্রী, মণি জুয়েল, শম শহীদ,
আফরিনা নাজনীন মিলি, ফরহাত আহাম্মদ।
সিদ্ধার্থ চ্যাটার্জী, বৈশালী, রেহনুমা তারাননুম,
দ্বীপ্তি রায়, সঞ্চিয়ীতা রায়, কবি এমএ সালাম।


আনিসুর রহমান, মৌটুসী মিত্র, অতনু সরকার,
ডঃ সুজিত কুমার বিশ্বাস, মৌলিক মজুমদার।
দুলাল চন্দ্র দাস, অধ্যাক্ষ দেলোয়ার হোসন,
স্বপ্নময় স্বপন, কমল দাস গুপ্ত, স্বপন গায়েন।
সুদীপ দাস, অম্বিকা মণ্ডল, মোনায়েম সাহিত্য,
ফয়েজ উল্লাহ, সুব্রত নন্দী, কৌশিক, মলয় দত্ত।


আরো অনেক কবি আছে প্রিয় শ্রদ্ধাভাজন,
শুভেচ্ছা ও অভিনন্দনে করি তাদের স্বরণ।
নাম প্রকাশ হয়নি বলে করবেন না অভিমান,
অনবদ্য কাব্য লিখেন কবি আপনাররা মহান।
নব শব্দে অপূর্ব বাক্য অসাধারণ কাব্য খেলা,
প্রতিদিন কবিতার আসরে বসে কবির মেলা।