অথই জলে মানিক পাবি
হইলে তুই এক বীর ডুবুরী,
সাধন ভজনের প্রচেষ্টায়
জ্ঞানের সাগর দিতে পাড়ি।


সাঁতার দিয়ে তুই মহাসিন্ধু
ডুবে যাবি অতল গহীণে,
অমূল্য ধন মানিক রতন
সিন্ধুর নিচে দেখ সন্ধানে।


কবি লেখক জ্ঞানের সাধক
বইয়ের পাতার ভাঁজে ভাঁজে,
হৃদয়ে নিত্য নতুন শব্দ ভান্ডার
লেখার মাঝে দিন রাত খুঁজে।


জানার জন্য শিখার জন্য
পাঠকের পড়ার নেই বিকল্প,
কবিতার আসরে সুযোগ পাবে
প্রকাশ করতে কবিতা গল্প।


জ্ঞানের স্রোতে সাঁতার কেটে
সুপ্ত প্রতিভার করতে বিকাশ,
মহাজ্ঞানী কবি সাহিত্যকের
স্বার্থক রচনার ঘটবে প্রকাশ।।