জীবন নিয়ে মৃত ছিলাম আমি
তোর ছুয়াতে প্রাণ পেয়েছিলাম ফিরে
ঈশ্বর আল্লাহ ভগবান জানে তা
গেঁথে রেখেছিলাম তোকে পবিত্র অন্তরে
অভিশাপ ছিলাম জীবনে তোর
বিপথগামী করেছি তোকে নিত্য অপকর্মে
সন্দেহ ধরাল বিশ্বাসে ফাটল
অনুতপ্ত হৃদয়ের আর্তনাদ বুঝিসনি মর্মে


কপালের দোষ ভুল সিদ্ধান্তে
সারাজীবন ধরে দিলাম পাপের মাশুল
ইহকাল পরকাল নষ্ট করেই
আমি হয়েছিলাম তোর প্রেমের পাগল
চরিত্র জীবনের শ্রেষ্ট অলংকার
সাধন ভজনে করেছি আত্ম সংশোধন
সামাজিক ব্যধির অপরাধী তুই
রক্ষা করতে দিলাম নিজেকে বিসর্জন


আত্মার আত্মীয় পরম প্রিয়জন
হতে পারি যেন চরন সেবার চির দাসী
নিজেকে ভুলে তোর চিন্তায় মগ্ন
প্রেমের আরতি পুজার থালায় হই বাসী
ইচ্ছে করেই তুচ্ছ ভেবে নিজেকে
তোকে দিতে চেয়েছিলাম অধিক সম্মান
অসহায় দুর্বলকে আঘাত করতে
প্রতিশোধের নেশায় করিস নিত্য অপমান


সাধ্য ছিলনা তোর মনের মত হই
যা ছিল সম্বল আমার জীবনের পুঁজি ধন
তোর কাছে নতজানু থাকিতে আমি
ভুলিয়া থাকতে চেয়েছিলাম সুন্দর ভুবন
শূন্য হাতে রিক্ত আমি নি:স্ব হতে
করি যদি কোনদিন লাভ লোকসান হিসাব
পারবনা আর উজার করিয়া দিতে
মিটাইতে তোর প্রয়োজনীয় চাহিদা অভাব


হাসি আনন্দে মুখোরিত রাখার জন্য
আদর সোহাগ স্নেহ যত মায়া মমতার বাঁধনে
বিপদ আপদের মুশকিল যত জীবনে
অবহেলা যেন না হয় কভু দায়িত্ব কর্তব্য পালনে
আমি মানুষ স্বার্থলোভ থাকা স্বাভাবিক
কলঙ্কের বদনাম তাই বুঝি বিধাতা দিল উপহার
তিলে তিলে পুড়ে অঙ্গার হতে চিতায়
তোর অন্তর থেকে আমাকে করে দিল পরিস্কার