কোন নামে ডাকি
তোফায়েল আহমেদ টুটুল


অচেনা এক ভাবের পাখি হৃদ আকাশে উড়ে,
কিচির মিচির শব্দ শুনায় মধুর গানের সুরে।
দিবা নিশি মনের ভূবন করছে এসে বিচরণ,
অজান্তে বাঁধে বাসা পালাইছে আবার কখন।
কোন নামে ডেকে তাঁরে ফিরাইব হৃদয় নীড়ে,
বুকের খাঁচায় পোষ মানিবে থাকবে চিরতরে।


আরবীতে আল্লাহ ডাকি ফার্সিতে বলি খোদা,
ইংলিশে গড নাম রেখেছি ঈশ্বরের শাহজাদা।
বাংলাতে প্রভু ডাকি সৃষ্টির স্রষ্টা একমাত্র রব,
আশরাফুল মাখলুকাত জগতের শ্রেষ্ট মানব।
মনের ভাব প্রকাশিতে ভাষার সৃজন ধরণীতে,
কোন নামে ডাকিলে সামনে আসে স্বাক্ষাতে।


নাম নিয়া মানুষে আল্লাহ ঈশ্বর হরি ভগবান,
দল বেঁধেছে ভবে হিন্দু মুসলিম বৌদ্ধু খৃষ্টান।
বাইবেল গীতা বেদ কুরআনের দলীল হাতে,
তোমার মহিমার নাম চায় কত প্রমাণ দিতে।
অবুঝ শিশুর স্বভাব রয়েছে জ্ঞানের অভাব,
তাইতো অসন্তুষ্ট তুমি দাওনা কারো জবাব।