কন্যা তুমি
তোফায়েল আহমেদ টুটুল


কন্যা তোমার খেয়াল খুশি বেপরোয়া মন,
লাজ লজ্জা নাই যে কোন চরিত্রের ভূষণ।
নিত্য নতুন পোশাক পরে বাহারি প্রসাধন,
মানুষ তুমি একা তবুও হাজার রকম মন।
অনায়েসেই যাকে তাকে ভাবছ প্রিয়জন,
বিকৃত বিবেকে হারাও সতীত্বের মহাধন।।


মিথ্যে আশা ভালবাসার মরিচিকার পিছে,
পথভ্রষ্টে ভুল ঠিকানায় সুখ কি কভু আছে?
দুষ্ট যত প্রলোভনে ডাকছে তোমায় কাছে,
মধুর হাসির বিনিময়ে কলঙ্কের টিপ দিছে।
হরণ করে হীরা মুক্তা আবর্জনা ভাবে মিছে,
অবশেষে জীবন খানি নরক দ্বারে পৌছে।


বাবা মা তোমার জন্য নিল অপবাদের দায়,
ভাই বোনেরা রাস্তা ঘাটে চরম লজ্জা পায়।
আত্মীয় স্বজন অপমানে আড়ালে লুকায়,
আত্মসম্মান নেই কি কোন সমাজ সভ্যতায়?
নিন্দার কাঁটার আঘাত বিধিঁল সকলের গায়,
মৃত্যু কামনায় বেঁচে আছে কেবল অসহায়।।


কন্যা তোমায় বলছি খারাপ করনা অভিমান,
একটু খানি চিন্তা ভাবনায় হও যদি সাবধান।
আগামীর জননী তুমি বিধির কৃপায় মহান,
আজকে তুমি কন্যা হলেও জন্ম দিবে সন্তান।
স্রষ্টার পরে গর্ভে ধারণ মানব সৃষ্টির অবদান,
বিশ্ববিজয়ী কন্যা তুমি চাইছি মঙ্গল কল্যান।