পিতার সিদ্ধান্ত পুত্রকে কুরবানী
চাইল শুধু আল্লাহর সন্তুষ্টি
স্বপ্ন পুরনে ব্যকুল হলো ঈব্রাহীম
ঈসমাইলের ছিলনা বিভ্রান্তি


এ কোন পরীক্ষা পিতার সামনে
আপন সন্তান প্রিয় কতখানি
আনুগত্য স্বীকারে পুত্রের জীবন
প্রমান করিল হয়ে কুরবানী


পিতা উৎসর্গ করে পুত্রের জীবন
তর্ক বিতর্কে নেই বিদ্রোহ
কুরবানীর পশু আল্লাহর উপহার
অকৃতকার্য হয়নি যে কেহ


আল্লাহর আদেশ পালন করিতে
জবাই করিতে হলো প্রস্তুত
কলিজার টুকরা আপন বংশধর
বিনিময়ে রহমত বরকত


আমাদের কুরবানী ভোগ বিলাসে
আত্মীয় স্বজনের নেই হক
বনের পশুর রক্তে রঞ্জিত সবাই
আনন্দ উৎসবে অন্ধ লোক


কুরবানীর পশু ছাগল ভেড়া গরু
নির্বাচনে আছে ধুম্বা উট
কুরবানীর হাটে নয় মনের হাটে
ঈমান নিয়ে আজই ছুট