কুরবাণীর হাটে
তোফায়েল আহমেদ টুটুল


আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পালনে রোজা,
হয় কি পূণ্য উপার্জন নেকের পাল্লায় বাড়ে বুঝা?
না মেনে আল্লাহর বিধান বেহেস্তে যাবে সোজা?
অন্তর যাহার কুলুষিত পাবে সে কঠিন সাজা।


হজ্জ যাকাত ফরজ হুকুম ওয়াজিব হয় কুরবাণী,
শরীয়তের নিয়ম নীতি পবিত্র কুরআনের বাণী।
আল্লাহর উদ্দেশ্যে কুরবাণী ইব্রাহিম আপন সন্তান,
ইসমাঈল পিতার অনুগত হুকুম পালনে দেয় গর্দান।


পিতা পুত্রের মহান ত্যাগে সন্তুষ্টি চিত্তে পরোয়ার,
ঈদুল আযহায় পশু জবাই আদেশ বছরে একবার,
ইসলামের আইন মুসলমানের করতে হবে পালন,
ত্যাগের মর্ম না বুঝিয়া পশু জবাই কেবল অকারণ।


পশু কিনবে কুরবাণী দিতে হাট বাজারের সর্বসেরা,
মান মর্যাদার উচ্চ আসনে থাকে অহংকার ভরা।
দেখা দেখি প্রতিযোগীতায় যেন দাড়িয়েছে ভোটে,
পশু কিনে আনছে ঠিক কিন্তু ঈমান বিক্রি করে হাটে।