♥♠♥ কষ্ট ♥♠♥
তোফায়েল আহমেদ টুটুল


কষ্ট বলতে পৃথিবীতে আছে কি কোন কিছু ,
     অসাধ্য স্বপ্ন মনের মাধুরি দিয়ে ,
           হৃদয়ের ক্যানভাসে সুখের ছবি,
                কল্পনার রং তুলিতে যত্নে একে,
                     পাগল মন ছুটে তার পিছু পিছু।


মনের পাগলামি রকেটের মত আকাশে উড়ে,
        সুখের আশায় হৃদয়ের আঙ্গিনায়,
               আনন্দের বাদ্য বাজিয়ে নাচে,
                     অপূর্ণতায় অতৃপ্ত বাসনাগুলি,
                           অবুঝ মনে কষ্ট অনুভব করে।


দুঃখগুলো কষ্ট নামের বিশাল পাহাড় চাপে বুকে ,
       সহ্য হয়না দহন জ্বালা দিবানিশি পুড়ে,
               আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা উদগিরণে,
                      নয়নপানি কেরোসিনের অগ্নিশিখায় ,
                             কয়লার খনি জীবন ধুকে ধুকে।
                                        
জীবন যুদ্ধে জয় পরাজয় সফলতার কঠিন হিসাব,
         মনের মাঝে আশার প্রদীপ নিভু নিভু,
                 ব্যর্থতার গ্লানিতে ভাঙ্গা গড়ায় হতাশ,
                        নিঃস্ব এবার অবুঝ মনটা চুর্ণ বিচুর্ণ ,
                               বেদনার যন্ত্রণা কষ্ট সুখের বড় অভাব।