কিয়ামতের দিন বড়ই কঠিন,
যাইতে হবে ভব লীলা ছেড়ে
        শুন ভাই মুমিন।।
উড়বে যবে পাখি ভাঙ্গিবে বাসা,
কালবৈশাখীর মহাপ্রলয় ঝড়ে
        বজ্রপাতে সর্বনাশা।।
আজরাঈল আসিবে সমন হাতে,
গ্রেফতারির পরোয়ানা বিধাতার
          শুধু আসামী ধরিতে।।
করিনি কোনদিন অন্যায় অবিচার,
শুনবেনা কেউ অজুহাতের বয়ান
           উকিল জর্জ ব্যারিষ্টার।।
আত্মীয স্বজন পাড়া প্রতিবেশীগণ,
সুপারিশকারী স্বাক্ষীর কাঠগড়ায়
           নির্বাক আপন প্রিয়জন।।
সেদিনের সেই সংবর্ধনার আয়োজন,
সেজদা পূজার বৃথা প্রচেষ্টার ইবাদত
           রুখবে না কারো মরণ।।
কঠিন নিদান পাড়ি দিতে সকলে,
মহরথের যাত্রী অজানা গন্তব্যে
           মায়ার জগত ফেলে।।
ধন সম্পদ টাকা কড়ির বিনিময়ে,
পারবেনা কিনতে বাঁচিবার মুহুর্ত
            অন্তিম চাহিদা সময়ে।।
দায়িত্ব কর্তব্য অধিকারের সমাপ্তি,
হিসাব নিকাশের ব্যস্ততার সুযোগ
           ঘটাবে জীবনের ইতি।।
জানিনা রোজ কিয়ামত কত দূর,
অপরাধী নিষ্পাপ শাস্তির বিধানে
           চৌদিকে মৃত্যুর খবর।।