কৃপণ হৃদয়
তোফায়েল আহমেদ টুটুল


দেখছি কত স্বার্থ লোভী ভালবাসার প্রতিদানে,
ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ স্বাধীণতা হরণে।
বন্দি করে হৃদয় খাঁচায় শক্ত শিকল কয়েদির পায়,
হুকুম তামিল করবে শুধু আপন ইচ্ছার জেলখানায়।
অনুগত থাকবে যেজন সেজন হবে অতি প্রিয়জন,
অস্থিত্বের প্রকাশ ঘটালেই বিদ্রোহীর সাজা অকারণ।
অধিকারের কঠোর চাবুকাঘাত বিচ্ছেদের মহাপ্রলয়,
অহেতুক রায় ঘোষণা সম্পর্কচ্ছেদে ভাঙ্গবে প্রণয়।।।


রক্ত মাংসের মানুষ আমি পছন্দ অপছন্দ কেবল আমার,
আবেগ অনুভুতির ভালবাসা দায়িত্ব বিহীন অধিকার।
সে যেন এক ইট পাথরের কাঠের তৈরি সুন্দর পুতুল,
তাহার প্রাণের স্বাধের বাসনা জাগ্রত হওয়া চরম ভুল।
আমি যাকে বাসি ভাল সে কেবলি আমারি হবে,
ভাললাগা তার মূল্যহীন আমার কি যায় আসে তবে।
আমি কেন ত্যাজিব জীবন তাহার মঙ্গল কল্যাণ তরে,
হাসি খুশি আনন্দ সকল থাকতে হবে আমাকে ঘিরে।।।


ভালবাসা হৃদয়ের ধন ধনীর হৃদয় তবে কেন কৃপন,
দান করেনি আপন সম্পদ দুহাতে করে গ্রহণ।
ভিক্ষার ঝুলা কাঁদে নিয়ে মানুষের দ্বারে দ্বারে,
পেতে চায় বিশ্বাসের মধুর আলিঙ্গণ অতৃপ্ত অন্তরে।
বিলিয়ে আমি দিব সবি ভালবাসা আছে সঞ্চিত যত,
মুক্ত আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে অবিরত।
আয় কে নিবি কার দরকার দিব তোকে উজার করে,
আছে হীরা মুক্তা মহামূল্যবান ভালবাসা আমার অন্তরে।।।