কৃষ্ণ ফুল
তোফায়েল আহমেদ টুটুল


কৃষ্ণ এলে রাধার কুঞ্জে ফুলে ফুলে ভ্রমর,
গুরু ভক্তের প্রেম কাহিনী ইতিহাসে অমর।
বৃন্দাবনে শ্রী কৃষ্ণের প্রেমের ভজন সাধনা,
কিভাবে শ্রীমতি রাধা করে কৃষ্ণ আরাধনা।
রাধা কৃষ্ণের যুগল রুপ দেখে মধুর লাগে,
কৃষ্ণ হাসে কোন ফুলে অনুরাধা অনুরাগে।


কোন ফুলে শ্রীমতি গাঁথিল কলঙ্কের মালা,
জানিস নাকি ভ্রমর কৃষ্ণের প্রেমের খেলা।
আরাধনায় কোন ফুলে পুঁজিল কৃষ্ণ চরণ,
বিনোধ প্রেমে সাড়া দিল ভগবান শ্রী নন্দন।
বংশীধারী কৃষ্ণের মধুর সুরে মুকুন্দ মুরারী,
কলঙ্ক রাজ্য রাধা হৃদয়ে দিল আসন গাড়ি।


প্রেম ভক্তি কোন সুবাসে ভগবানের সুমতি,
যুগ যুগান্ত ব্যাপী মহারথে আরোহি সারথি।
কোন ফুলেতে কৃষ্ণ গোপাল পাতিল আসন,
কোন ফুলে শ্রীমতি রাধার প্রেমের আলিঙ্গন।
কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাই,
বলনা ভ্রমর আমায় তুই মনো বাঞ্চা ফুড়াই।