লোক নিন্দা
তোফায়েল আহমেদ টুটুল


নিন্দুকের নিন্দা যতই কাঁটার আঘাত বুকে,
আত্মশুদ্ধির ভুলগুলো সংশোধন করে লোকে।
ভাবছো মিছে নিন্দুকেরা করছে ক্ষতি সাধন,
শিক্ষার রস শিকড়ে গাঁথা করিতে স্বাধ গ্রহণ।


আত্মসমালোচনা করতে পারে মহাজ্ঞানী যত,
পরচর্চায় উপলব্দি করবে শিক্ষা মোদের কত।
নিন্দুকের কথায় যায় কি আসে পরম বন্ধু সে,
হিংসা বিদ্বেষ বিবেদ ভুলে ডাকবে ভালবেসে।


ঘৃণা করে রাখলে দুরে ভুলের মাঝেই হবে বাস,
সাবধানতা অবলম্বনেও ঘটবে চরম সর্বনাশ।
চোখের বালি সে আমাদের যাপিত জীবনে,
চুক্ষুশোল ভেবে তাকে রাখবে দূরে কোন কারণে?