মাহে রমজান
তোফায়েল আহমেদ টুটুল


ইসলামের দ্বিতীয় রোকন সিয়াম সাধনা,
মহান রাব্বুল আলামিন করলেন ঘোষণা।
হিজরির নবম চাঁদ পূর্ণ এক মাস রমজান,
দিনের বেলা পানাহার নিষেধ প্রভু ফরমান।
আল্লাহর হুকুম রক্ষা করতে আদেশ পালন,
মুমিনের কলবে বিশ্বাস রাখে ঈমানদারগন।
সোবহে সাদেকের পূর্ব পর্যন্ত সেহেরী গ্রহন,
সূর্য অস্তমিত ওয়াক্তে ইফতারের আয়োজন।


আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ নেয়ামত,
মাগফিরাত কামনায় পাবে নাজাত ফজিলত।
সাওম পালনকারীর পুরস্কার মাবুদের হাতে,
হাশরে অপেক্ষা করবেন বান্দার মোলাকাতে।
রোজা রেখে ঈমানদারগন ইফতারের সময়,
ফেরেস্তাদের সঙ্গে মাওলা মশগুল হয়ে রয়।
সন্তুষ্টি চিত্তে বলেন খোদা স্বাক্ষী থাক আজ,
বিনিময়ে দান করিব  জান্নাতের মুকুট তাজ।


কবরের আযাব বন্ধ থাকে জাহান্নামীর উপর,
আমলে নেকের পরিমান বাড়ায় গুণ সত্তর।
ফরজ ওয়াজিব সুন্নত নফল সকল ইবাদতে,
আসমানী কিতাব পাঠ কুরআন তিলওয়াতে।
পবিত্রতা রক্ষায় বন্ধি থাকে অভিশপ্ত শয়তান,
নাযিল হয়েছে সর্বশ্রেষ্ট মহাগ্রন্থ আল কুরআন।
সর্বোত্তম কদর রাত্রি যাতে রয়েছে শুধু কল্যাণ,
সহী নিয়তে পালন করিব পবিত্র মাহে রমজান।