হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে
    কত রঙে মানব ঘুড়ি,
নাটাই হাতে সুঁতা ছেড়ে কে
     খেলা করে জগত জুড়ি।।


সকাল বেলায় ছাড়িল আকাশে
         সুঁতার ডুর ইচ্ছেমত,
সাঁঝের বেলা সুঁতা প্যাচায় নাটায়ে
          নিত্য বসে অবিরত।।


মন করে আনচান দোলে দোলে
          বিশ্ব ঘুরে উড়ে উড়ে,
ফিরবে না কভু মাথা নেড়ে বলে
          সুঁতা টানে দিন দুপুরে।।


মাঞ্জা দেয়া সুঁতার নাটাই ভুলে
      শক্তিকে কাটে ভোকাট্টা,
বিজয়ী ঘুড়ি উড়ে আকাশ কোণে
       ভূপাতিত ঘুড়ি নিয়ে ঠাট্টা।।


উড়াল যেজন বানিয়ে হরেক ঘুড়ির
       উৎসবের আয়োজন করে,
সুন্দর পৃথিবীতে রঙ বাহারে সেজন
        প্রতিযোগী কে বাজী ধরে।।


উদাসী শিশু মত্ত খেলায় অভিষারে
      প্রতিপক্ষ কে মাঠে দাড়ায়,
নিরলে নিরাকারে একলা ভালবাসে
       মেতেছে হাসি তামাশায়।।