লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরশে লেখা,
আল্লাহর প্রেমাস্পদের নাম মুহাম্মদ সখা।
সৃষ্টির মূলে দ্বিখন্ডিত নূর রাসুল সর্বপ্রথম,
প্রিয়জনের প্রশংসা লিখতে সৃজিল কলম।


আশেকে মুহাম্মদ খোদা নিরাকারে বসে,
মাশুকের রূপ হেরিতে বেহুশ ভালোবেসে।
আসমান জমিনের মাঝে আকার সাকার,
একে একে সৃষ্টি করলেন আঠারো হাজার।


সর্বশেষ গড়ে আদম আশরাফুল মাখলুক,
মানব ফুলে সাজানো বাগান সুন্দর মুলুক।
পাঠালেন ধরণীতে মানব মুক্তির পয়গাম,
ইনসান রূপে মুহাম্মদ আলোকিত ধরাধাম।


স্রষ্টা সৃষ্টির প্রেমের খেলা মনোবাঞ্ছা জীবন,
আল্লাহ মুহাম্মদ আদম তিনজনে একজন।
এলাহীর নূর জাতে কি রূপে এলো সিফাতে,
আল্লাহর অস্তিত্ব প্রকাশ বিরাজে মানুষেতে।


ইবাদতে মশগুল যে স্রষ্টার সানিধ্যে থেকে,
বিধান খোলে পবিত্র মনে সত্য ন্যায়ে কে?
আদেশ নিষেধ দিব্য জ্ঞানে তালাশ ভূবনে,
জন্মিলে হয় কি মানুষ স্রষ্টাকে যে না চিনে?