মাটির দেহ ভেঙ্গে যায়
মাটির দেহ ভেঙ্গে যায়
গড়তে বাকি করতে খাঁটি
আমি অসহায়


স্বাধীন মন আমার যার অধীনে যায়
মুক্ত চিন্তা তারে কি আটকায়
ছয়জন টানে ছয় কিনারায়
ডাকে ইশারায়
আমি অসহায়


রঙ্গিন ইচ্ছা উড়ে ডানা মেলে
বিঁষ ছড়ায় প্রতি ছোঁবলে
ছটফট করে যাই যে ভুলে
খুঁজিতে উপায়
আমি অসহায়


বেহুশ রুপের নেশা জাগায় আশা
দেহের শান্তি সুখের ভালোবাসা
যৌবন দেখায় লোভ লালসা
টুটুলের মায়ায়
আমি অসহায়