মাতৃভক্তি
তোফায়েল আহমেদ টুটুল


এই বিশ্ব ভূবনে প্রভু নিরাঞ্জণে
নারীতে সাজায় মানব বাগান,
পিতার স্খলিত বীর্য মায়ের উদরে
বিধাতার সৃজন মানব সন্তান।


কচি মুখের ক্ষুধা তৃষ্ণার আহার
বুকের মাঝে দুধের সঞ্চারণ,
বাঁচিল মানব শিশু ধরণীর বুকে
স্রষ্টার রুপ দেখে মায়ের বদন।


ঈশ্বর আল্লাহ হরি ভগবান কোথায়
মসজিদ মন্দির খুঁজিল গীর্জায়,
সন্ধান পায়নি কভু অজ্ঞানী আঁধারে
মায়ের পবিত্র চরণের তলায়।


বাইবেল কুরআন ত্রিপিটক গীতার
পাতার ভাঁজে আছে কি ঈশ্বর,
দুঃখ যাতণার সকল কষ্ট ভুলাতে
সামনে হয়েছে কি কভু অগ্রসর।


স্বার্থ ত্যাগে আদর স্নেহের ভালবাসা
সবার আগে আসিল যে জন,
মা সে যে গর্ভধারণী সন্তানের সুস্থতা
প্রতিদানে দিতে চায় প্রাণ বিসর্জন।


পরম করুণাময় দয়ালু মহান ভূবনে
অদৃশ্যের পুজা অর্চণা আরাধনা,
ইবাদত উপাসনা যত নিরাকারের তরে
অস্থিত্বের আকারে সামনে একজনা।


বিশ্ব ভ্রহ্মান্ডে জগতে চির শান্তির কল্যাণ
ধৈর্য্যশীল ক্ষমাশীল অপরাধ যত,
পূণ্যের সন্ধানে মাতৃভক্তি পাপের মুক্তি
মায়ের পদতলে কর মাথা নত।।।