মায়ের বুকে
তোফায়েল আহমেদ টুটুল


জন্ম আমার ধন্য মাগো
স্নেহ মায়া মমতার নীড়ে,
শান্তি সুখের যাদুর পরশ
তোমার বুকে অকাতরে।
আদর মাখা শীতল ছায়া
নিরাপদে বাঁচার আশ্রম,
দুঃখ কষ্টের ক্লান্তি অবসান
কোমল বিছানার বুকে ঘুম।


সবুজ শ্যামল মনের বনে
মাগো, আঁচলের বিশুদ্ধ বায়ু,
বিশ্ব দেখি তোমার চোখে
নিঃশ্বাসে পাই জীবনের আয়ু।
নিঃস্বার্থ ভালবাসার খনি অন্তরে
নিষ্পাপ বদনের সৌন্দর্য্যে মুগ্ধ,
কৃপা মহিমার উদার হৃদয়ে
ক্ষুধা তৃষ্ণায় দিলে বুকের দুগ্ধ।


মিষ্টি মধুর মায়ের মুখের বুলি
যত্নে শিখায় সন্তানের ভাষা,
শিক্ষা দীক্ষা পৃথিবীর পাঠশালা
আপন অস্থিত্ব প্রকাশের আশা।
চরণ তলে মাগো স্বর্গ নরক
কপাল জুড়ে ভাগ্যের লিখন,
সাফল্যের চাবিকাঠি প্রার্থণায়
অবহেলা ভবে সন্তানের পতন।


মায়ের নিকট মসজিদ মন্দির
ইবাদতের সকল উপাসনালয়,
আদেশ নিষেধ পাপ পূণ্য সকল
সন্তানের ভক্তি শ্রদ্ধা মর্যাদায় রয়।
আর্তনাদের করুণ আহাজারির
অভিশাপ দেয় আল্লাহ ঈশ্বর হরি,
অশ্রুজলে দুই হাতের মোনাজাত
সন্তানের নেই পরিত্রাণের কান্ডারী।