মেরাজ
তোফায়েল আহমেদ টুটুল


হে জিব্রাঈল পয়গাম নিয়ে যাও মুহাম্মদের নিকট,
নিমন্ত্রণ স্বাক্ষাতের আমি আল্লাহ পরাব নূরের মুকুট।
আদেশ পেয়ে জিব্রাঈল হুকুম করিতে পালন,
উম্মে হানির কুটিরে মুহাম্মদের কদমে করিল চুম্বন।
জমজমের কুপ হইতে পানি এনে ওযু শেষ করে
জেরুযালেমের উদ্দেশ্যে বোরাকের পিষ্টে চড়ে।
বায়তুল মোকাদ্দাসে সকল পয়গাম্বরের ইমাম,
দুই রাকাত সালাত আদায় করেন নবীদের সালাম।
সাঁ সাঁ করে বোরাক উড়িল উর্ধ আসমানের দিকে
আরশ মহল্লায় অপেক্ষায় ছিলেন মহান আল্লাহ পাকে।
সিদরাতুল মুনতাহা হইতে জিব্রাঈল নিল বিদায়,
মুহাম্মদ নূরের পর্দা ভেদ করে পৌছে আরশ মহল্লায়।
মানব মুক্তির সনদ চাইল বন্ধুর নিকটে উপহার,
পথভ্রষ্ট বিপথগামী মানুষ পাপী তাপীর জামিনদার।
সকল বান্দার সহজে মুক্তি পাঁচ ওয়াক্ত নামাজ,
পৃথিবীতে জীবদ্দশায় হইবে সালাতে মুমিনের মেরাজ।।