ঐ নামের মাঝে এত মধু
কে জানিত আগে
মুহাম্মদ নাম যত জপি
তত মধুর লাগে


বাঁচার নেশায় তৃষ্ণা ক্ষুধা
স্বভাব দোষে বৃথাই কাঁদা
মুহাম্মদ নাম দেয় যে সুদা
শান্তি সুখের ভোগে


মন মরুতে ফোটিয়ে ফুল
গুন গুনিয়ে ভ্রমরা আকুল
কন্ঠ ভরে গায় বুলবুল
পাপিয়া গুলবাগে


আসমান জমিন রাত্র দিন
ফুলে ফলে বৃক্ষ রঙ্গিন
ঝর্ণা নদী বয় চিরদিন
প্রেমের অনুরাগে


টুটুলের এই অজ্ঞ হৃদয়
মুহাম্মদের নামের বিজয়
পথ হারিয়ে ভুল পথে রয়
মিছে ঘুমেই জাগে