মনের খেলা
তোফায়েল আহমেদ টুটুল


মনের খেলা বুকের গহীণ
দিবা নিশি আঁখি নীড়ে,
আপন ভূবন সাজাতে রঙিন
কোন প্রেয়সী হৃদয়পুরে।
সুখ দুঃখের প্রাণের দোসর
কাছে এসে ধরেছে হাত,
বসন্ত ফাগুন মনের বাগানে
ফোটাল প্রেমের পারিজাত।


মন দিলে মন পাওয়া যায়
ভাবছি বসে মিছে,
মনের মানুষ আপন ভেবে
আসেনি কভু কাছে।
এই মন দিয়েছিলাম যারে 
ভালবেসে যতন করে,
সেই আমারে করল পাগল
কলঙ্কের কালি ছুঁড়ে।


মন ছুটেছে মনের পিছু,
খেয়াল নেই অন্য কিছু।
মন ছুয়ে মন মিলাতে,
আশায় বসে অপেক্ষাতে।
সকল মনের দুয়ার বন্ধ,
চোখ থাকিতে সবাই অন্ধ।
আমার মনের কপাট খোলে,
সব হারালাম মনের ভুলে।