মনো বাঞ্চা
তোফায়েল আহমেদ টুটুল


তুমি আদি অন্ত সৃষ্টি স্থিতি তুমি মহাপ্রলয়,
জগদ্বীশ্বর মহা প্রভু বিরাজিত বিশ্ব বহ্মময়।
নভোমন্ডল ভূমন্ডলে পরাক্রমশালী মহোদয়,
তোমার চরণে অধমকে দাও সর্বদা আশ্রয়।
বিশ্বাসের প্রেম ভক্তি আরাধনা পুজোয় রয়,
মসজিদ মন্দির গীর্জা পবিত্র কাবা এ হৃদয়।
মনের মাঝে নেই কোন দিদ্ধা দন্ধের শংশয়,
নুরে আলোকিত কর প্রভু পরম করুণাময়।


একনিষ্ট প্রার্থণা থাকে যেন সদা এই প্রাণে,
দিবানিশি বিভোর হয়ে স্বরিতে ধ্যানে জ্ঞানে।
সরল সঠিক পূণ্য পন্থা খোঁজে অনুসন্ধানে,
তোমার সন্তুষ্টি চিত্তে ভক্ত আরাধনা সাধনে।
সত্য ন্যায়ের সাফল্য থাক জীবনের অর্জনে,
শক্তি সাহস দাও হে দয়াল মিথ্যাকে বর্জনে।
দৃঢ় মনো বাঞ্চা পুষি তোমার আজ্ঞা পালনে,
শাস্ত্র বিধানে আদেশ নিষেধ বুঝে ক্ষুদ্র জ্ঞানে।


নিখিল ভূবনে পাকপরোয়ার মালিক একজন,
তোমার হাতেই বাঁধা সৃষ্টি কূলের জীবন মরণ।
তিমিরে লুকিয়ে তুমি খেলে কর আত্মগোপন,
আপন অস্থিত্বে পাই তোমার পরশ আলিঙ্গন।
দমে দমে অবিরত মধুর নামে ডাকি সর্বক্ষণ,
নিত্য সাজাই তোমার উপাসনার আয়োজন।
বিপথ গমণ প্রবঞ্চণায় উদ্ধারে হও আগমন,
মার্জনাতে ভুল ভ্রান্তি সৃষ্টিকে কর আপনজন।