মন বিনিময়
তোফায়েল আহমেদ টুটুল


মন দিয়ে মন পেলাম না দুঃখ শুধু অন্তরে,
আর আমি যতন করে মন দিব বল কারে?
চুপি চুপি মন সপিলাম আপন ভেবে যারে,
বিনিময়ে আঘাত দিল বারে বারে আমারে।
ক্ষনে ক্ষনে মনে পড়ে আঁখিদ্বয় জলে ভরে,
বাস করে সে যে অন্যের ঘরে সুখের বাসরে।
মন হারিয়ে শূণ্য এখন বেঁচে থাকি কি করে,
ছলনাতে মন কাড়িয়া পালিয়েছে সে বহুদূরে।


দুটি মনের মিলনে সুখি কেবল দুটি জীবন,
মন দিয়ে প্রতিদানে যদি পাওয়া যায়রে মন।
একটি মনে কেবল আরেকটি মনের আশা,
এরি নাম জগতে শুনি প্রেম প্রীতি ভালবাসা।
মনের বাসনা মনে থাকে হইলনা কভু পূরণ ,
যন্ত্রণার অনলে পুড়ে দগ্ধ হল স্বাধের জীবন।
চাইলেই মন থেকে মুছা যায়না স্মৃতির পাতা,
সর্বনাশা মনের খেলে সুন্দর জীবন হল বৃথা।


অস্থিত্বের কল্পছবি দিবানিশি দেখি মন জুড়ে,
অবুঝ পাগলের ন্যায় দুই নয়নে অশ্রু ঝরে।
মনে প্রেমের প্রদীপ জ্বেলে খুঁজি তারে অন্তরে,
আলো ঝলমল পৃথিবীতে ডুবি আমি আঁধারে।
মনের মানুষ বসত করে মনের ভিতর নীড়ে,
দেহখাঁচা ছেড়ে আত্মা বন্ধি হল মন পিঞ্জরে।
ভালবেসে দিতে গিয়ে শুধু একটি মনের দাম,
জীবন চলার পথ হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।