মরিচিকা
তোফায়েল আহমেদ টুটুল


মিছে মায়া মরিচিকায় আলেয়ার পিছু নিতে আকুল,
হতাশার বালুচরে নিরাশার বুকে ফোটাতে চায় ফুল।
আঁধারের চাদরে আবৃত করে জীবনে পায়না আলো,
কেউ জানেনা কত স্বপ্ন বুকে ভালবাসা কলঙ্কের কালো।


মিছে তারে শিকল দিয়ে বন্দি মনেরি জেলখানায়,
হরণ করে হৃদয়ের গচ্ছিত সম্পদ অকারণে পালায়।
বিশ্বাসের ঘরে তালা দিয়ে সন্দেহের অনল জ্বালিয়ে,
তুষের মত ঘুষে ঘুষে পুড়ে জীবন প্রদীপ দেয় নিভিয়ে।


কপাল পোড়া অভাগী অভাগা কভু বুঝেনা শুদ্ধ প্রেম
কামের বৃন্দাবনে খুঁজে ছলনার নকল প্রাণনাথ শ্যাম
মোহন বাঁশি হাতে কৃষ্ণ কানাই বাজাতে পারেনা মধুর সুর
ভুল করে পুষ্প চন্দণে ভক্তিতে সাজায় অনন্ত বাসর।


হয়না কেউ কারো আপন ধরণীর বুকে হৃদয়ে প্রিয়জন,
কেন এত চাওয়া পাওয়া স্বপ্ন সেতো মরিচিকা বুঝবে কখন?
কে বলে ভালবাসা পৃথিবীর সকল বস্তুর চাইতে প্রেম দামী,
আমি বলি মিছে সব মরিচিকা আসলেই মনের পাগলামী।।