ওপারে চলে যাব মরণের পর
কেউতো জানবে না আমার খবর
বলে দিও শুধু ডেকে তাকে
আছে বুকেরি ভিতর


অশ্রুজলে নয় হাসি মুখে
আমার সমাধী পাশে
শেষ বারের মত দেখার সুযোগ
দিও সে যদি আসে
নিরব হয়ে বসে বসে
দেখতে মাটির কবর


যমরাজ নিয়েছে শুধুই প্রাণ
তাকে রেখেছি গোপনে
দুঃখ ভরা যত কষ্ট যে তার
নিয়েছি সাজিয়ে যতনে
সুখের ভূবনে হাসি গানে
কাটাতে প্রতিটি প্রহর