রহমতের মেঘ হতে ঐ বৃষ্টি নামে কে?
শান্তি সুখের সজীবতা কঠিন ভূলকে।
নূরেরি রবির উদয় আঁধার নিখিলে,
বিশ্ব ভূবনে ছড়ায় আলো ঝলমলে।


বাগিচায় কার গুন গায় পাপিয়া বুলবু্ল?
সুগন্ধে মন আনন্দে দোলে শাঁখে ফুল।
চাঁদ সুরুজ গ্রহ তারা জানায় স্বাগতম,
জ্বীন ইনসান ফেরেস্তাগন নাচে হরদম।


কোন সে সুবাস তামাম জাহান আকুল?
আকাশে বাতাসে মিষ্টি প্রেমে মশগুল।
ভুল ভ্রান্তির হয় অবসান সঠিক সন্ধানে,
মুক্তির ডাকে সত্য ন্যায়ের পথে টানে।


কি সুধা পান করাতে ঐ নামের শরাব?
নেশাতে বেহুশ হয়ে অন্তরে জাগে ভাব।
রাজা বাদশা আমির ফকির ধরণীর বুকে,
দিবা রাতে তসবী হাতে জপে মহাসুখে।


প্রশংসা কি লিখিব তুলনা যাঁহার নাই?
মুহাম্মদ রুপ হেরিতে কোথা মোরা পাই?
অধম পাপীর এ ফরিয়াদ পাইতে নাজাত,
বিপদে পাই যদি হাশর মিযান পুলসিরাত।।