মুসলমানের ঈমান
তোফায়েল আহমেদ টুটুল


ফজর নামাজ কাযাতে ঈমান বেজার হয়ে যায়,
মুসলমান দাবী করবে বান্দা তুমি কোন আশায়।
যোহরের নামাজ কেউ স্বইচ্ছায় আদায় করলনা,
নবী রাসুল অভিমানে উম্মত বলে স্বীকার করেনা ।
আসর নামাজ যেজন পরিত্যাগ করে অবহেলায় ,
রহমতের ফেরেস্তা নারাজ হয়ে নিয়ে যায় বিদায়।
মাগরীব নামাজ কাযা করে যখন কোন ইনসান,
দুঃখ পেয়ে রাগ করে আল্লাহর পবিত্র কুরআন।
ইশার নামাজ পরিত্যাগে হতে হবে খুব সাবধান,
সয়ং আল্লাহ অসন্তুষ্ট পরিচয় মোনাফেক বেঈমান।


কে মুসলমান কে ঈমানদার কে কাফের মুশরিক,
হাদীসে রাসুলের বর্ণনা নামাজে নির্ণয় হয় সঠিক।
ফজর যোহর আসর মাগরিব ইশার নামাজ আদায়,
ইসলামে মুমিনের আশ্রয় শান্তিতে জীবন কাটায়।
শরীয়তের পঞ্চবেনা আদায় করলে পাঞ্জেগানা ,
আখেরাতে মুক্তি পাবে জান্নাতে সুখের ঠিকানা।
ঈমানের বীজ রোপন করা খুব সহজ মনে হয়,
রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা বড় শক্ত কঠিন নিশ্চয়।
পালন করে আল্লাহর হুকুম মানিলে সকল বিধান,
তবেই কেবল রক্ষা পাবে বেঁচে থাকবে ঈমান।