না বলা কথা
তোফায়েল আহমেদ টুটুল


দুচোখে চোখ রেখে বলবো আমি,
এ বুকে কান পেতে শুনবে তুমি।
প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে সুর,
ভালবাসি ভালবাসি বলছে মধুর।
এই শুনছো...


লজ্জায় চুপ হয়ে বোবা মুখের ভাষা ,
যত কথা বলি শব্দেরা জাগায় নেশা।
তবুও থাকে বাকি এলোমেলো হয়ে,
কি করে বুঝাবো নিজেকে হারিয়ে।
এই শুনছো...


একটা মন চাই শুধু মানুষের মন,
যার কাছে রয়ে যাব বুকের গহণ।
আমার অন্তরে সুর তোলে বীণা,
কে যেনো আড়ালে যায়না চেনা।
এই শুনছো...


ভাবনার তরঙ্গ এসে স্বপ্ন সাজায়,
চাতকের মত থাকি শুধু অপেক্ষায়।
দিবানিশি আনমনা উদাসিনী বসা,
হৃদয় ক্যানভাসে হাসে মোনালিসা।
এই শুনছো...


দখিনা হাওয়া দিল হৃদয়ে দোলা
লাগেনা ভাল কেন আমি একলা
পাইনি আজো সেই মনের সন্ধান
ভালবাসার মানুষকে শুনাতে গান।
এই শুনছো...


তোমাকে যতই বলি প্রাণের কথা,
লাগেনা ভালো একা এই নিরবতা।
প্রকাশের ইচ্ছেরা বাড়ায় ব্যকুলতা,
তবুও অব্যক্ত থাকে না বলা কথা।।