নবীন সাধক
তোফায়েল আহমেদ টুটুল


সিয়াম সাধনায় মগ্ন হয়েছে নবীন সাধক,
সেহেরী ও ইফতারে ভোজসভার খাদক।
সালাতের তাগাদা আজ যাবে মসজিদে,
কাযা করল জীবনভর শান্তি সুখের নিদে।
উপবাসের তপস্যা লোকসমাজে প্রকাশ,
কুমন্ত্রণার প্রবঞ্চনা অন্তরে করেছে চাষ।


মিথ্যা বলার স্বভাবটা তার হয়নি বিলীন,
রোজাদার ব্যাক্তির সুযোগে কসম কঠিন।
সত্য ন্যায়ের প্রলয় ধ্বংসে অত্যাচারী রাজা,
পাঞ্জেগানা আদায় করি সহজ সরল প্রজা।
লোভ লালসা মন থেকে হিংসা বিদ্বেষ দুর,
আত্মসাতে স্বার্থ আদায় ভেঙ্গে হলনা চুর।


সর্বদা লুট করেছে অন্যজনের ধন সম্পদ,
মহাকালের সর্বনাশা মানব জাতির বিপদ।
টুপি জোব্বা লম্বা দাড়ি লেবাসের পরিবর্তন,
ভুলবে কি নিপিরিত শোষিত সেই জনগন।
খুরমা খেজুর মিষ্টান্ন ইফতারে আয়োজন,
অবৈধ টাকা পয়সা হারাম পথে উপার্জন।


পোলাও কোরমা মাংসভুনা সাহরী আহার,
প্রতিবেশী দীন ভিখারী ক্ষুধার্ত রোজাদার।
সাওম পালন করা মহান আল্লাহর নির্দেশ,
পানাহার ও খাদ্যগ্রহন দিবসে বর্জনাদেশ।
গরীব দুখীর ক্ষুধার জ্বালা করিতে উপলদ্ধি,
ধনী গরীব আহার বন্টনে সমজোতার সন্ধি।