নবীন
তোফায়েল আহমেদ টুটুল


নতুন দিনের সূর্য আমি নতুন সকাল আনি,
নতুন কিছু করতে গেলেই শুনি কানাকানি।
সৃষ্টির মাঝে প্রকাশ আমি পেতে চাই আনন্দ,
আপন কর্ম কাণ্ডে খবর রাখিনা ভাল মন্দ।
পূর্ব দিগন্তে ঊষাকালে নিত্য ভাবি নতুন কিছু,
পশ্চিমের অস্তাচলে হারিয়ে আবার যাই পিছু।


নতুন দিনের সূচনালগ্নে নতুন করে স্বপ্ন দেখি,
অবহেলায় সময় কাটে গৌধূলীতে সব ফাঁকি।
আবিস্কারে নতুন ভাবনা হারিয়েছে সম্ভাবনা,
প্রচেষ্টার সকল ব্যর্থতা ইতিহাস হয়েছে রচনা।
আবার নতুন স্বপ্ন আসে প্রতিদিন প্রতিমাসে,
বছরের পর বছর কেটে মৃত্যু ডাকে অবশেষে।


নবীন প্রবীণ দাবা খেলা কে জিতে কে হারে,
গবেষনার কোন চালে রাজা ধরে বন্ধি করে।
পুরাতন আকড়ে বুকে কুসংস্কারে সমাজ ঘেরা,
সভ্য সুশীল নিয়ম নীতি কে আনিবে নবধারা।
অলসতার অজুহাতে ফাঁকিবাজি প্রতি কাজে,
নবীন নবীন ভাবনাগুলো হয়েছে আজেবাজে।