নবীর আগমনে
তোফায়েল আহমেদ টুটুল


কঠিন মরু সাহারাতে
ফুটিল ইসলামের ফুল,
ফুলের গন্ধে মন আনন্দে
ত্রিভূবন হল আকুল।
ঝিকিমিকি তারা আকাশে জ্বলে,
বাগানে ফুলেরা সৌরভে দোলে,
সেই খুশিতে নেচে নেচে ,
গাইল পাপিয়া বুলবুল।


আবদুল্লাহর মস্তক হতে
মা আমেনার উদরে,
কুরাইশ বংশে জন্ম নিলেন
পবিত্র মক্কা নগরে।
অন্ধকারের আলো হয়ে
শাহাদাতের বাণী লয়ে.
জাহেলী যুগের বর্বরতা
দিলেন সবি ঘুচিয়ে।


ধন্য হল আমেনা বিবি
যার কোলেতে চাঁদ হাসে,
ধন্য হবে সৃষ্টি সকল
নবীকে যদি ভালোবাসে।
পাইল যেজন নবীর দ্বীদার,
জাহান্নামের ভয় কি তাহার,
আসল দেখ উম্মতের কান্ডার,
হাশর মিযান করবে পার।


খতমে নবুয়্যতি নবী
সাইয়্যদুল আর মুরসালিন,
পাপী তাপীর হইবে জামিন
রহমাতুল্লিল আলামিন।
উম্মতের নাজাতে কাঁদেন,
বাদশা সারোয়ার জাহান,
নিজ হাতে হাউজে কাউসার,
পিপাসায় করাইবে পান।


জ্বীন ফেরেশতা সৃষ্টি যত
নবীর গুনগান গাইছে কত,
দিন রজনি গাইছে মাওলা
ইয়া মুহাম্মদ রাসুলোল্লাহ।
মনে আমার সদা বাসনা ,
যেতে চাই সোনার মদীনা।
খাঁটি উম্মত রাসুলোল্লাহর,
আমায় কবুল কর আল্লাহ।