নবীর উম্মত
তোফায়েল আহমেদ টুটুল


কঠিন রোজ হাশর দিনে উম্মতি উম্মতি করে,
কাঁদবেন নবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে।
ক্ষমা কর ওগো আল্লাহ আমার উম্মতের গুনাহ,
শাফায়াতের সুপারিশে তোমার হাবিব রাসুল্লাহ।


কোথায় আমার আবু বক্কর দোযখে লওনা খবর,
কত উম্মত গুনাহগার রয়েছে দোযখের ভিতর।
কোথায় উসমান গনি তুমি লও কাউসারের পানি,
পান করাইয়া উম্মতেরে জান্নাতে নিয়ে যাও টানি।


কোথায় হযরত আলী পুলসিরাতে যাওনা চলি,
পাপীকে করে নাও উদ্ধার আমার উম্মত সকলি।
কোথায় বাবা ওমর ফারুক মীযানের দণ্ড ধরুক,
নেকের পাল্লা ভারী করে হওনা উম্মতের রক্ষক।


কোথায় আছ মা ফাতেমা আল্লাহর কাছে যাওনা,
হাসান হোসাইনের বিচার গিয়ে তুমি চাও এখনা।
তুমি যে জগতের মা উম্মতকে করে লও ক্ষমা,
আমার উম্মত তোমার সন্তান উদ্ধার কর হয়ে মা।


কান্দেন জারে জারে হাশর মীযান পুল সিরাতে,
আল্লাহ বলবেন ওগো দোস্ত চলে যান বেহেস্তে।
দিলাম ক্ষমা করে পাপী তাপী সকল গুনাহগার,
ভাগ্যে কি লেখা আছে এমন নবীর উম্মত হবার।।