নদী
তোফায়েল আহমেদ টুটুল


নদী দেখলে সাঁতার কাটতে আনন্দ তরঙ্গে,
চিত্ত মনোরঞ্জনে সুখের পরশ বুলাতে অঙ্গে।
অপরুপ সৌন্দর্যে বহমান নদী রঙ বেরঙে,
আপন গতিতে নিরবধি চলে প্রকৃতির সঙে।
জোয়ার ভাটার সন্ধান কভু বুঝেনা যে অন্ধে,
উজানে নামিয়া সাঁতার কাটিল দুইচক্ষু বন্ধে।


কূল কিনারা নাই যে নদীর সান বাঁধানো ঘাট,
দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করতে সকলেই হয় বিভ্রাট।
গর্জনে তুফান ডাকে দখিনা বাতাস বয় ভারী,
কোন আশাতে ডুবলি জলে কেমনে দিতে পাড়ি।
যে চিনিছে জোয়ার ভাটা উজানে তার তরী,
রঙের মাস্তুল রঙের বৈঠা হাল ধরে পাল ছাড়ি।


কূল পাবিনা অথই নদী  দিসনা বোকা সাঁতার,
অসময়ে দিলে সাঁতার অপমৃত্যু হয় যে সবার।
প্রতিমাসে একবার আসে তিন দিন জোয়ার,
অবুঝ ডুবুরী অতলে ডুবে হয়ে যায় অসাড়।
পানিতে বিষাক্ত পদার্থ জোয়ারে স্রোতধারার,
রক্ষা কবজ যতই থাকুক পায়না কভু উদ্ধার।