নারী পুরুষ
তোফায়েল আহমেদ টুটুল


পুরুষের মন বাঁকা বলেই নারীরা বানায় বোকা,
হাড় মাংস রক্ত চোষে তবুও পুরুষে খায় ধোকা।
চাকর হয়ে থাকে পুরুষ নারীর হুকুম তামিল করে,
গোলাম হয়ে পুরুষ নিজে নারীকে রাখে বিবির তরে।


নবাবজাদী বাবার রাজ্যে রাজরানী স্বামীর পরিচয়ে,
আছে কি নারীর অস্থিত্ব পুরুষ বীনা দেখ না চেয়ে।
বাবা তোমায় কন্যা বলে স্বীকৃতি দিলে এ জগতে,
নারী তুমি সম্মানে বাঁচিতে সমাজে মাথা উঁচুতে।


স্বামী করল অর্ধাঙ্গিণী মাথা গুজার নিরাপদ ছাদ,
কলঙ্ক মুছিয়ে দিয়ে বাঁচার নতুন মাতৃত্বের স্বাধ।
সন্তুষ্টি নেই নারীর মাঝে সারাক্ষণ ফালতু প্যাচাল,
সুখের স্বর্গ সংসার ভেঙ্গে পুরুষকে করে কাঙ্গাল।


তুমি নারী সহজ সরল ভাবছো বুঝি আপন মনে,
খেয়ে পরে পুরুষের অপবাদ দাও কোন কারণে?
এবার তুমি ভেবে দেখ কত কুৎসিত রপের নারী,
মহান পুরুষ ক্ষমা করে ইজ্জত ঢাকতে দেয় শাড়ী।।