নারীর দায়ে ব্যর্থ পুরুষ
তোফায়েল আহমেদ টুটুল


নারী পুরুষ ভিন্ন গঠন যুগল সৃষ্টি বিধাতার,
দেনমোহর,যৌতুক কোনটি নারীর অধিকার?
পিতা স্বামীর ভাগাভাগী নারীর জীবন আঁধার,
অসহায় রমণী ভূবনে সাজাবে কোন সংসার?
দায় পড়েছে জন্ম দিয়ে উদ্ধার হইবে পিতা,
হাট বাজারের পণ্য বিক্রয় ঘুরছে সদা মাথা।
অল্প পুঁজির পুরুষের ভিক্ষার ঝোলা পাতা,
কিনবে নারী খরিদ্দার স্বামীর যৌতুক প্রথা।


স্বপ্ন আঁকা বাবার চোখে ঝরছে অঝর পানি,
গোপনে গোপনে কাঁদেন আড়ালে মা জননী।
বরণ পোষণ করল বাবা কন্যাকে বুকে টানি,
স্ত্রী মর্যাদা পায়নি অধিকার বঞ্চিত চাকরাণী।
মেয়ে বিয়ের দেবার পরেও বাবার দায় বহন,
বাবাকে দায় মুক্ত করতে কন্যার বলি জীবন।
যৌতুকের বিষাক্ত ছোঁবলে প্রতিনিয়ত দংশন,
কপাল পোড়া অভাগী নারীর অবিরত ক্রন্দণ।


স্রষ্টার আদেশ অভিভাবক নারীর জন্য পুরুষ,
জীবন গড়তে আপন করতে মিছে ধরে দোষ।
পিতা স্বামীর দায়িত্ব কর্তব্য পালনে নেই হুশ,
নারীও কিন্তু এই জগতে পরিপূর্ণ এক মানুষ।
অর্ধাঙ্গিনী জায়া নারী ভালবাসার যত কল্পনা,
কোন পুরুষের বাহাদুরি করবে নারীকে ঘৃণা?
এক পুরুষের কন্যা নারী আনন্দ সুখের বন্যা,
মায়ের আঁচলের পরশে থামে পুরুষের কান্না।