নারীর খেলা
তোফায়েল আহমেদ টুটুল


বিশ্বজুড়ে বাজিকরে বসাইয়াছে রঙের মেলা,
আকর্ষণে মনোমুগ্ধকর দেখবি নারীর খেলা।
রহস্যের ভেরাজালে নিত্য নতুন আজব লীলা,
সাঙ করে মহাপ্রলয়ে ছল চাতুরীর ছলা কলা।
চোখের মাঝে যাদুর কাঠি যুবক বৃদ্ধ নাচায়,
মিষ্টি মধুর গানের সুরে কাছে ডাকে ইশারায়।
রুপের ঝলকে পুরুষ বেহুশ বিবেক বিকায়,
বাঁকা ঠোটের হাসির ঝর্ণা মিলন মোহনায়।


মোহিণীর যাদুর বলে বিশ্ব রাখে পায়ের তলে,
কামিনীর নেশার শরাব পৃথিবীর সকল ভুলে।
অমৃত সুধা পানে তৃষ্ণা মিটায় প্রেমের জলে,
সাজায় বিশ্ব বাগান ভালবাসার রঙিন ফুলে।
মায়াবনে কস্তুরীর সুঘ্রাণ আকুল করে হরিণী,
শিকাড়ী দেখে গর্জে উঠে মনের বনে বাঘিনী।
কুলু চক্কর ফণা তোলে নাচিলে কাল নাগিনী,
সাধু মুণী ঋষী সকল হুশ হারায় জ্ঞানী গুণি।


সৃষ্টি ধ্বংসে জন্ম মৃত্যু পুরুষকে করে আপন,
মধুমিতার কোমল পরশ শ্রেষ্ট সম্পর্ক স্থাপন।
বুকের মাঝে আদর যত্নে হৃদয়ে পবিত্র বন্ধন,
সাফল্যের চাবিকাঠি নারী লিখে ভাগ্য লিখন।
শান্তি সুখের স্বর্গ দেবী ভ্রমণ করে ভূবনেশ্বরী,
ভোজঙ্গিনী বিরাঙ্গণায় যুদ্ধে চালায় তরবারী।
আঁচল তলে লুকানো স্নেহ মমতা ফাঁসির ধরি,
পরাজিত পুরুষ সকল মাতা কন্যা ভগ্নি নারী।