নতুন ভোর
তোফায়েল আহমেদ টুটুল


একটা নতুন ভোর এনে দেয় জীবনে নতুন একটা দিন,
রাত্রিতে নিদ্রা যাবার পূর্বে ভবিষতের স্বপ্ন বুনি রঙিন।
চাওয়া পাওয়ার আশাগুলো সাজিয়ে গুছিয়ে
যত্নে গড়া,
অপ্রাপ্তির চাহিদা পূরণে আবারো ভোরের অপেক্ষা করা।।


জীবনের সুন্দর বাস্তবতা অবমূল্যায়নে প্রত্যাশার সকাল,
ক্রমান্বয়ে সময় অতিবাহিত এসে যায় পড়ন্ত বিকাল।
পরাজয়ের সকল ব্যর্থতাগুলি অশান্তিতে করে গ্রাস,
জীবনের চাকা থামাতে আকড়ে ধরেছে অক্টোপাস।।


ক্লান্ত দেহ সজ্জিত বিছানায় শক্তি হারিয়ে হচ্ছে নিথর,
আশার প্রতিষেধক শান্তণার বাণী শুনায় নতুন ভোর।
হাওয়াতে যেমন প্রাণ ফিরে পায় বৃক্ষ শাঁখে পত্রগুলি,
চলে যায় দিনগুলি দিশেহারা পথ খুঁজি আপনাকে ভুলি।