নেশা
তোফায়েল আহমেদ টুটুল


ধুমপানে হয় বিষপান ফুসফুসে ক্ষত ক্যান্সার,
দূর্বলতা আকড়ে ধরে বিড়ি সিগারেট ব্যবহার।
সুস্থ সুন্দর মানব দেহের হার্ট কিডনী লিভার,
যক্ষা রোগে কাশতে কাশতে পায়না নিস্তার।।


ইয়াবা হেরোইন মাদকদ্রব্য যত প্রকার নেশা
দিনে দিনে সুস্থ দেহের অন্ধকার অমাবশ্যা।
চিকিৎসকের কাছে গিয়ে বাঁচার মিথ্যা আশা
টাকা পয়সা যায় বিফলে অভাবগ্রস্ত হতাশা।


মদ গাাজা আফিম ফেনসিডিল সেবনে ড্রাগ,
সমাজে ক্ষতিকারক ভাইরাস বাঁধে মৌচাক।
অসামাজিক কার্যকলাপে জনগণ কুঁচে নাক
অভিযুক্ত অপরাধী আইনে স্বজনেরা অবাক।


ঘৃণ্য সকলের নিকট মা বাবা ভাই বোনের কাছে,
অবহেলিত নষ্ট জীবনে মরণ ছুটে তার পিছে।
হিতাহিত কান্ডজ্ঞানে প্রিয়জন হারায় মিছে,
সকল নেশা ইসলামে তাই হারাম করা আছে।