নেশায় ডুব
তোফায়েল আহমেদ টুটুল


খেলবি যদি আমায় নিয়ে
মাঠে তবে নামবি আগে,
জয় পরাজয় খেলার শেষে
তুই আছিস কোন সুযোগে?
দর্শকের ন্যায় আড়াল থেকে
হাততালিতে বিজয় নাচন,
খেলোয়ার নস তবুও কেন
বিজয় মালা গলায় ধারণ।


আজ আমি অচেনা লেখক
নব আগুন্তক সাহিত্য জগতে,
প্রতিভার বিকাশ ঘটাতে
সাধনা আমার দিনে রাতে।
করবে যত আঘাত অপমান
আর্শিবাদ কুড়াব চরণ ধূলি,
শব্দ বাক্যের অপূর্ব রচনায়
ঢুকব হৃদয়ের কপাট খুলি।


গাইতে গাইতে গায়েন হব
জমাবো ঠিক আনন্দ আসর,
সমালোচনার তীব্র আঘাতে
ধৈর্য্য সহকারে ছড়াব সুর।
মিষ্টি মধুর গানের প্রতিদান
নিন্দার কাঁটা বিঁধালে বুকে,
ভক্ত স্রোতার উত্তাল সাগরে
ডুব দিব আমি মহা সুখে।


ক্রিকেট ফুটবল খেলার মাঠে
প্রতিদন্ধী মানে দুশমনি নয়,
জয় পরাজয়ে খেলোয়ার সকল
বিজয়ী দলটি পুরস্কৃত হয়।
মনের খেলায় প্রেমের নেশায়
কামনা বাসনার তৃষ্ণা মেটাতে,
বাজীকরের জুয়াড়ীর কোট
সাজানো রঙিণ ফাঁদ পেতে।


কোন শরাবের নেশায় মাতাল
ভালমন্দ ন্যায় অন্যায় নীতি,
বিসর্জিত বিবেক বোধের ভুলে
জগতে মানুষের করতে ক্ষতি।
থাকবি কদিন নেশায় ডুবে
অবচেতণ নিদ্রায় মহাসুখে,
কাটবে একদিন নেশার ঘোর
আহাজারি সেদিন থাকবে বুকে।


মানুষকে নিয়ে খেলার নেশা
ভাবিস যদি তুই হবি সফল,
পড়বি নিজেই মহাসংকোটে
মানব জীবন যাবে বিফল।
কর্মকান্ডের জীবনের হিসাব
দিতে হবে তোর পরপারে,
সাবধানে সঠিক পথের সন্ধানে
আয় চলে নেশার জগত ছেড়ে।।