নিঃশ্বাসে বিচরণ
তোফায়েল আহমেদ টুটুল


ভালবাসার মিটেনা স্বাধ তৃষ্ণা বাড়ে শুধু
তোমার প্রেমে অশ্রু ঝরে নয়নে অবিরত,
আমার নিঃশ্বাস বল আমার বিশ্বাস বল
অমূল্য ধন মানিক রতন কে তোমার মত?


অক্সিজেনের মত টেনে গ্রহণ করি হৃদয়ে
কার্বন ডাই অক্সাইড ত্যাগ খুব সাবধানে,
মিষ্টি বাতাস অঙ্গে মেখে তনু করি শীতল
শিরা উপরিরা রক্ত কণিকার হিমোগ্লোবিনে।


মস্তিস্কে স্নায়ুশক্তির চিন্তা ভাবনা আমার
বুকের মাঝে বাম পাঁজরে হৃদক্রিয়ার যন্ত্র,
হাত পা অবশ সকল নিথর দেহ অসাড়
আহারগগুলি হজম শক্তির পরিপাকতন্ত্র।


জীবন ফুড়িয়ে যদি মরণ চলে আসে
ভুলবোনা বড় প্রমাণ দিবে শুধু এ মন,
বার বার শত বার ঘৃণা কর যত বার
আমার নিঃশ্বাসে তুমি কর বিচরণ।।।