কত নিশি কেটে গেল তন্দ্রাহীন নয়ন,
গভীর রজণীতে করি তোমাকে স্মরণ,
নিরব নিস্তব্ধ প্রকৃতি চারিপাশ নির্জন,
চঞ্চল অস্থির কেবল আমার অবুঝ মন।


আর কত জ্বালাতন সহিব আমি একা,
প্রতি রাতে ভালবাসা দিয়ে যায় ধোকা,
জেগে থাকি আশায় আশায় পাইনা দেখা,
অন্তরে বসে ডাকে সুরে বিরহী কুহুকেকা।


দুচোখের ঘুম কেড়ে সামনে এসে হাজির,
চিত্তে কল্পনার ছবি আঁকিতে হই অধীর,
পূর্ণিমার তিঁথীতে মাখাই প্রেমের আবীর,
মধুর মাধবী লগন দোলে ফাগুন বাসন্তীর।


লিখিয়া জীবন ইতি অতীত আজ স্মৃতি,
ইহিহাস রচনায় বিচ্ছেদের যন্ত্রণা গাঁথি,
বেদনার আলিঙ্গনে বুকের আঁচল পাতি,
সর্বনাশা প্রেম প্রীতি কপালের দূর্গতি।।