নিঠুর দরদী
তোফায়েল আহমেদ টুটুল


প্রকাশ্যে গোপনে প্রভু দিবানিশি অন্তরে,
খুঁজে বেড়াই শুধু সত্য ন্যায়ের পথ ধরে,
                আল্লাহ ঈশ্বর হরি,
                কে পারের কান্ডারী?
সর্বশক্তিমান মহাপরিচালক জগত জুড়ে,
রহমত বরকত দানিয়াছ কত করুণা করে।


সেজদা পুজার আরতি দরবারে তোমার,
ফরিয়াদ কবু্ল কর ক্ষমাতে পাপ আমার,
                  অনন্ত অসীম তুমি,
                  জগতে অন্তরযামী।
দয়ার মহিমা গুনে করিও বিপদে উদ্ধার,
মুক্তির সন্ধান দাওগো তুমি শ্রেষ্ট উপহার।


কাতর বিণয়ে মুশকিল পরিত্রাণে প্রার্থণা,
মসজিদ মন্দির গির্জায় তোমার উপাসনা,
                   মক্কা কাশী বৃন্দাবন,
                   ইবাদতের আয়োজন।
সাধু মুণী ঋষীর জ্ঞান অন্বেষণের সাধনা,
তোমার নামের নেশা নিত্য প্রাণে বাসনা।


অভিমানে অন্তরালে নিরুত্তর পাষাণ তুমি,
নিষ্ঠুর আচরণে কভু শান্তণা পাইনা আমি,
              দুঃখ কষ্টের নির্মম জ্বালা,
               এ কেমন তোমার খেলা?
বসুমতির কৃপণ স্বভাব আর্শিবাদ প্রণামী,
মঙ্গল কল্যাণ দানে দয়ামায়া হীন স্বামী।।