নিয়োগ
তোফায়েল আহমেদ টুটুল


একমাত্র দরখাস্ত পেশ করি আল্লাহ বরাবর,
তোমার দরবারে নিয়োগ পেতে চাই চাকর।
কুরআনের বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন,
ভুল ভ্রান্তির জীবন বৃত্তান্ত করিলাম প্রেরণ।
সুপারিশকারী নাই যে আমার পরম আত্মীয়,
ঘুষ দেবার পুঁজি মুলধন নেই কোন পাথেয়।


বেতন ভাতার চাকরি করলাম ভব সংসারে,
মানব জীবন বৃথা লাভ ক্ষতির হিসাব করে।
শেষ চাকরির এই দরখাস্ত দরবারে তোমার,
রোজের মায়না রোজে চাইনা দিও একবার।
মনে চাইলে করাইও আহার ক্ষুধা নিবারণে,
অনাহারে রাখ যদিও দয়াল ঠাই দিও চরণে।
চাইনা দয়াল টাকা কড়ি চাইনা অর্থ সম্পদ,
কৃপা গুনে উদ্ধার করিও যদি আসে বিপদ।


বিষয়বস্তুর সুবিচনার প্রার্থণা রয় আকুল,
চাকর পদে নিয়োগ দিতে ক্ষমা কর ভুল।
পরম দয়ালু মহান জানি তুমি করুণাময়,
অনুগত চাকর বলে দিও আমার পরিচয়।
নিয়োগদানের সুমর্জিতে থাকে যেন রহম,
একান্ত বিণীত নিবেদক এই আমি অধম।