স্বার্থ আমি চাইনি কভু আদর সোহাগ দিয়ে,
স্নেহের প্রতিদান তবুও আসে দুঃখ কষ্ট হয়ে।
লাঞ্ছিত কেবল প্রতিনিয়ত কলঙ্কের অপমান,
ভালোবাসা শ্রেষ্ট উপহার পেল বুঝি অনুদান।


লোভে আমি দিশেহারা হয়ে ভিক্ষার আশে,
মত্ত চিত্তে মাতিনি খেলায় তোমার সর্বনাশে।
ক্রোধানলে জ্বালিয়ে বুকে প্রতিশোধের শিখা,
ভোগ বিলাসে তৃপ্তি সুখে দেইনি কভু ধোকা।


কামের প্রেমে ভাব তরঙ্গে খাইনিতো হাবুডুবু,
জীবন যৌবন অর্পণে দোষ ধরেছো তুমি তবু।
কামনা বাসনা যত স্বাদ জাগেনি এই অন্তরে,
দুশ্চরিত্রা বলে তবুও তোমার উপাধি সর্বস্তরে।


মোহ মায়ার এই জগত সম্পর্কের পবিত্র বন্ধন,
কেউ আপন কেউ পর কেউ মিত্র কেউ দুশমন।
চুক্তিনামা স্বাক্ষর করে ভাবিনি লাভ লোকসান,
দায়িত্ব কর্তব্যবোধ অধিকার আদায়ে সাবধান।


অর্থ বিত্ত প্রতিপত্তি নয় সেবা যত্নের পরিশ্রম,
সন্তুষ্টি চিত্তে গ্রহণে তুমি ভাবনি আমায় উত্তম।
মঙ্গল কল্যাণ সাধনে তোমার সুস্বাস্থ্য কামনা,
কোমল স্পর্শে বিধির নিকট আকুল প্রার্থণা।


ঘৃণ্য আমি জঘন্য তাই ছিঃ ছিঃ করছি নিজে,
পরিত্যাক্ত এই জীবন আমার স্বপ্ন আশা খুঁজে।
ধূসর কালো ঝাপসা পৃথিবী নিয়তি অসহায়,
স্বপ্নগুলো মৃত জন্মায় নতুবা জন্মে মারা যায়।