নষ্ট স্বপ্নগুলো
তোফায়েল আহমেদ টুটুল


একটা স্বপ্ন নয়ন তারায় রঙিন আল্পনায়,
তৃষিত হৃদয়ে আমার অন্তরে বাসনা জাগায়,
আশাগুলো আরোহণ করে পর্বতের চুঁড়ায়,
আগ্নেয়গিরীর অগ্নি শিখার অনলে পুড়ায়।


বিশ্বাসে বাঁধি হতাশার বালুচরে রঙিন তাসের ঘর,
কুয়াশার চাদরে অদৃশ্যে হারাই সন্দেহের ঝড়,
প্রিঞ্জর খোলে দুঃখ গুলো উড়াই আকাশের বুকে,
মেঘে জমানো বৃষ্টি বজ্রপাতের আঘাত হানে ঘুর্ণিপাকে।


কাঁচের মত ভাঙ্গে মন কঠিন পাথরের নির্মম
আঘাতে,
ঘৃণা ভালবাসা এক অন্তরে বাস করে ঘাত প্রতিঘাতে
প্রলয় ধ্বংসে লণ্ডভণ্ড হৃদয়ের মৃত্তিকা ভূপৃষ্ট,
আমার ক্ষতি আমাতে সাধিত জীবনখানি নষ্ট।।